ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপ এর অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস (৬) মেয়াদী কারিগরী শিক্ষা

IDB-BISEW বিগত পাঁচ বছর যাবত ভোকেশনাল ট্রেনিং স্কলারশিপ এর অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস (৬) মেয়াদী কারিগরী শিক্ষা প্রদান করে আসছে। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করাই এই প্রোগাম এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে রাউন্ড-১ থেকে রাউন্ড-১০ পর্যন্ত ৬৭০ জন এই স্কলারশিপ এর আওতায় ট্রেনিং সম্পন্ন করে দেশ ও দেশের বাহিরে ১৪০ টির ও বেশী প্রতিষ্ঠানে কর্মরত আছে।
    স্কলারশিপের সুবিধাসমূহ:
  • ছয় মাসে দক্ষ কারিগরী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ।
  • থাকা খাওায়া সহ সম্পূর্ণ ফ্রি ট্রেনিং।
  • চাকুরি পাওয়ার ক্ষেত্রে সর্বত্নক সহযোগীতা।
    ট্রেড কোর্স সমূহ:
  • ইলেক্ট্রিক্যাল ওয়াকর্স
  • ইলেক্ট্রনিক্স
  • রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন
  • ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন
  • মেশিনিস্ট
  • অটোমোবাইল

সাধারণ নির্দেশাবলী

  • শুধুমাত্র সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য প্রযোজ্য
  • একজন প্রার্থী একবার আবেদন করতে পারবে
  • জন্ম তারিখ সঠিকভাবে প্রদান করতে হবে
  • নিম্নলিখিত তথ্যাদি সংশ্লিষ্ট ডকুমেন্ট দেখে ফরম পূরণ করুন:
    • JSC, SSC, HSC এর ফলাফল, ফলাফল প্রকাশের বছর, রোল নম্বর।
    • ফরম পূরণের জন্য প্রত্যেক আবেদনকারীকে মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং মোবাইল নাম্বার টি যাচাই এর জন্য দ্বিতীয়বার কনফার্ম মোবাইল নাম্বার এর ঘরে লিখতে হবে।
    • Passport সাইজ এর ছবি আপলোড করতে হবে।
    • প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
    • এই ফরম Submit করার পর প্রিন্ট বাটন এ ক্লিক করে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।

Comments

Popular posts from this blog

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট ৩য় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র

২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন, কোটার মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ণ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি।