জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রমোশনের নিয়মাবলী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রমোশনের সংশোধিত নিয়মাবলীঃ - —পাশ মার্কসঃ লিখিত পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষা মিলে ৪০ পেলেই পাস। এখন ৩২ ও ৮ মিনিমাম নম্বর উঠিয়ে দিয়েছে। ↓ আগের নিয়মঃ (৮০ মার্কস এর পরীক্ষায় পাশ মার্কস হলো ৩২, পাশ করার পর ইনকোর্সের মার্কস যোগ হবে.. ইনকোর্স পরিক্ষায় পাশ মার্কস ৮..) . (১) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর নিয়ম অনুযায়ী ১ম বর্ষ থেকে ২য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং সিজিপিএ ১.৭৫ অর্জন করতে হবে.. (২) ২য় বর্ষ থেকে ৩য় বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৩টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.০০ অর্জন করতে হবে.. (৩) ৩য় বর্ষ থেকে ৪র্থ বর্ষে প্রমোশনের জন্য কমপক্ষে ৪টা বিষয়ে পাশ করতে হবে এবং কমপক্ষে সিজিপিএ ২.২৫ অর্জন করতে হবে.. (৪) সকল কোর্সের ( ইনকোর্স /তত্ত্বীয় /ব্যবহারিক/ মাঠকর্ম/ মৌখিক ) পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক.. (৫) একাধিক বিষয়ে অনুপস্থিত থাকা যাবে না। এক্ষেত্রে শুধুমাত্র যে কোন ১টি বিষয়ে অনুপস্থিত থাকলে, বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করতে হবে.. (৬) ১ম বর্ষের সব বিষয়ে পাশ না করা পর্যন্ত ২য় বর্ষের প্রমোশন বন্ধ থাকবে.. (Only...